![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F34a1ca18-987b-4031-87a1-629ccd32714a%252Feditorial.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
এই একুশ শতকে পৃথিবীর যে জনপদে বিদ্যুতের আলো পৌঁছেনি, সেখানকার মানুষের ভাগ্য যে ভালো নয়, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, বিদ্যুৎ ছাড়া মানুষ জীবনযাপন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়। বিদ্যুতের অভাবে একটি জনপদ যুগের পর যুগ অনুন্নত থেকে যায়।
সেই দুর্ভাগ্যের অবসান ঘটতে চলেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার একটি দুর্গম চরের মানুষের। চারদিক থেকে পদ্মা নদী দিয়ে ঘেরা ৮০ বছরের পুরোনো চরটির নাম কাঁচিকাটা। দেশের মূল ভূখণ্ড কিংবা আশপাশের অন্যান্য জনপদ থেকে সেই চরে যাওয়ার একমাত্র পথ নৌপথ।
- ট্যাগ:
- মতামত
- বিদ্যুৎ
- উৎপাদনশীলতা