প্রাথমিকের বই দেয়া হবে অভিভাবকদের হাতে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের উপস্থিত হয়ে এবার সন্তানের নতুন বছরের বই সংগ্রহ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি অনুসারে ধাপে ধাপে শিক্ষকরা অভিভাবকদের হাতে পাঠ্যবই তুলে দেবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মো. জাকির হোসেন বলেন, আগের ক্লাসের রোল নম্বর নিয়ে পরের ক্লাসে যাবে। এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে। ক্লাস মূল্যায়ণের মাধ্যমে একই রোল নম্বরে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে তোলা হবে।