![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252Fad2bd09d-e07b-429f-9cf1-d949a4595d37%252F4.jpg%3Frect%3D0%252C128%252C1280%252C672%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ভাসানচরের পথে
নৌবাহিনীর জাহাজে করে রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি চট্টগ্রাম থেকে মঙ্গলবার দুপুরে নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। এ দলে রয়েছেন চার শতাধিক পরিবারের মোট ১ হাজার ৮০৪ জন নারী, পুরুষ ও শিশু। এর আগে সকাল সোয়া নয়টার দিকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে রোহিঙ্গা দলটি ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।