You have reached your daily news limit

Please log in to continue


কৃষকদের সঙ্গে আবার আলোচনায় বসছে ভারতের সরকার

ভারতে প্রায় এক মাস ধরে চলা কৃষক আন্দোলনে এখনো কোনো সুরাহা হয়নি। তবে কেন্দ্রীয় সরকার কৃষকদের সঙ্গে ফের আলাপে বসার প্রস্তাব দিয়েছে। কৃষকরাও আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি আলোচনায় বসতে তাদের আগ্রহের কথা জানিয়েছেন। ফলে বুধবার দুই পক্ষ ফের বৈঠকে বসতে যাচ্ছে। কৃষকরা বলেছেন, তারা নীতিগত কারণেই ওই বৈঠকে বসতে রাজি হয়েছেন। খবর এই সময়ের। তবে কৃষক নেতাদের অভিযোগ, বৈঠকে বসার আমন্ত্রণ জানালেও আমন্ত্রণপত্রে বৈঠকের অ্যাজেন্ডা হিসেবে কিছুই উল্লেখ করা হয়নি। তাদের দাবি ছিল, নতুন কৃষি আইন বাতিল করতে হবে এবং ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি অ্যাজেন্ডায় রাখতে হবে। তবু তারা ইতিবাচক মন নিয়ে সরকারের আমন্ত্রণে বৈঠকে যাবেন বলে জানিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন