You have reached your daily news limit

Please log in to continue


বর্ষবরণের রাতে এবার পার্টি হোক বাড়িতেই, রইল দারুণ কিছু আইডিয়া!

এই সময় জীবনযাপন ডেস্ক: নতুন বছরে সকলেই একদম পার্টি মুডে। চারিদিকে ছুটির আমেজ। আর সেই সঙ্গে ভিড় উপচে পড়ছে রেস্তোরাঁ থেকে পাবে। মাথায় লাল টুপি আর কেতাদুরস্ত শীতবস্ত্রতে সেজে সকলেই নেমে পড়েছেন রাস্তায়। করোনার জন্য এই বছর দীর্ঘসময় গৃহবন্দি ছিলেন মানুষ। নববর্ষ থেকে পুজো বাদ পড়েছে সবকিছুই। আর তাই কোনও উৎসব থেকে নিউ নর্মালে নিজেকে বাদ রাখতে নারাজ জনতা। কিন্তু করোনার সংক্রমণ নিয়ে এখনও চিন্তায় বিশ্ব। বেশ কিছু দেশে নতুন করে শুরু হয়েছে লকডাউন। সবাই রাস্তায় নেমে পড়লেও মাস্ক নেই সকলের মুখে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ববিধিও। আর যা ভাবাচ্ছে চিকিৎসকদের। এবছর ভালো অভিজ্ঞতার চেয়ে খারাপ স্মৃতিতেই পূর্ণ ঝুলি। আর তাই সকলেই মনে প্রাণে চাইছেন নতুন বছর ভালো হোক। ২০২১ কে স্বাগত জানাতে পার্টি, পিকনিক এসব তো রয়েইছে। তবে এবছর ক্লাব, পাবে ভিড় না জমিয়ে পার্টি করুন বাড়িতেই। খাবার অর্ডার দিতে পারেন কিংবা কিছু বাড়িতো বানিয়ে নিতে পারেন। রইল তেমনই কিছু আইডিয়া।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন