সোমবার থেকে খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তবে ক্লাস হয়তো এখনই নয়

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১৮:০২

৪ জানুয়ারি, সোমবার থেকে খুলে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যলয় । বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। সামনের সোমবার থেকেই বিশ্ববিদ্যালয়ের সব অফিস, বিভাগ, স্কুল ও লাইব্রেরি খোলা থাকবে। তবে পঠনপাঠন কবে থেকে শুরু হবে, সে ব্যাপারে কোনও স্পষ্ট বার্তা নেই।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কাজের দিন সব বিভাগ চালু থাকবে। সপ্তাহে ৩ দিন করে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত স্বাভাবিক কাজের সময়ে অফিসে হাজির থাকবেন বলে রেজিস্ট্রারের তরফে দেওয়া ওই বিজ্ঞপ্তিটি জানাচ্ছে।

কয়েকটি ছাত্র সংগঠন ইতিমধ্যে দাবি তুলেছে, যাবতীয় করোনাবিধি মেনে সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পঠনপাঠন শুরু হোক। সেই দাবিই পূরণের পথে পদক্ষেপ করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও