ব্রিটিশ বিমানে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে, ইঙ্গিত কেন্দ্রের

আনন্দবাজার (ভারত) দিল্লি, ভারত প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১৮:০০

করোনার নয়া স্ট্রেনের জেরে ব্রিটেন যাওয়া বা আসার বিমানের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে। মঙ্গলবার এমনই ইঙ্গিত দিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী।

মঙ্গলবার হরদীপ বলেন, ‘‘আমার মনে হচ্ছে এই নিষেধাজ্ঞার মেয়াদ সামান্য কিছুটা বাড়বে। তবে আমার মনে হচ্ছে না যে এই নিষেধাজ্ঞা দীর্ঘ বা অনির্দিষ্ট কালের জন্য হবে।’’ ভবিষ্যতে কী পদক্ষেপ করা হবে তা আগামী দু’এক দিনের মধ্যে ঘোষণা করার কথাও জানিয়েছেন তিনি।

ব্রিটেনে নয়া করোনা স্ট্রেন মেলার খবর প্রকাশ্যে আসার পর, গত সপ্তাহে ওই দেশের বিমানে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। তার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ঘোষণা করেছে, গত ১৪ দিনের মধ্যে বিদেশ থেকে আসা বিমানের কোনও যাত্রীর করোনা ধরা পড়লে জিনোম পরীক্ষা করতে হবে। বিশেষজ্ঞদের মত, করোনার এই নয়া স্ট্রেনটি আগের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও