প্রাপ্তবয়স্কদের ভিন ধর্মের বিয়েতে সায় ভারতের হাইকোর্টের
লাভ জিহাদ রুখতে উত্তর প্রদেশে প্রবলভাবে সক্রিয় যোগী সরকারের পুলিশ। তখনই হাইকোর্টের রায়, প্রাপ্তবয়স্করা ইচ্ছেমতো সঙ্গী বাছতে পারবে। এক মাস হলো উত্তর প্রদেশে ধর্মান্তর রোধ আইন করেছে যোগী আদিত্যনাথ সরকার। সেই আইন প্রয়োগ করে ৪৯ জনকে জেলে পুরেছে পুলিশ। ১৪টি মামলা হয়েছে। ঘটনা হলো, মাত্র একটি ক্ষেত্রে মেয়েটি নাবালিকা এবং দুইটি ক্ষেত্রে মেয়েটিই অভিযোগ করেছে। বাকি সব ক্ষেত্রে আত্মীয়-প্রতিবেশীরা পুলিশের কাছে অভিযোগ করেছে এবং পুলিশ ব্যবস্থা নিয়েছে।
এই পরিস্থিতিতে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে, প্রাপ্তবয়স্ক হলে যে কেউ নিজেদের ইচ্ছেমতো জীবন ও সঙ্গী বেছে নিতে পারবে। ২১ বছর বয়সী হিন্দু মেয়ে শিখা বিয়ে করেছিল মুসলিম যুবক সলমন ওরফে করণকে। তাঁর বাড়ির মানুষদের অভিযোগের ভিত্তিতে পুলিশ সলমনকে অপহরণের দায়ে গ্রেপ্তার করে এবং শিখাকে বাবা-মা-র কাছে ফিরিয়ে দেয়। তারপর শিখাই হাইকোর্টে মামলা দায়ের করে। আদালতে শিখা বার্থ সার্টিফিকেট জমা দেয়, সেখানে দেখা যাচ্ছে, তাঁর জন্ম ১৯৯৯ সালের ৪ অক্টোবর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.