গত মৌসুমের শেষ দিকের ঘটনা। বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোল খাওয়ার লজ্জায় ডুবেছে বার্সেলোনা। ওই হারই যেন ওলট-পালট করে দিয়েছে কাতালান শিবির। বার্সায় আমূল পরিবর্তনের ডাক, মেসির ক্লাব ছাড়তে চাওয়া, প্রেসিডেন্টের পদত্যাগ; কতকিছু ঘটে গেছে! তারপরও বার্সায় ফেরার স্বপ্ন দেখছেন কিকে সেতিয়েন। প্রস্তুতিও নিচ্ছেন ক্যাম্প ন্যুতে ফেরার জন্য!
গত বছরের জানুয়ারিতে বার্সেলোনার কোচ হিসেবে নিয়োগ পান সাবেক রিয়াল বেটিস কোচ সেতিয়েন। এরনেস্তো ভালভার্দের জায়গায় মেসিদের দায়িত্ব নেন তিনি। কিন্তু ভাঙা মৌসুমে দায়িত্বে নিয়ে তিনি বার্সার ছন্দ ধরতে পারেননি। বরং লিগে শীর্ষে থাকা কাতালানরা শিরোপা হারায়। বিধ্বস্ত হয় ইউরোপ সেরার লড়াইয়ে।
মেসি-সুয়ারেজের সঙ্গে ঝামেলাও বাধে সেতিয়েনের। মৌসুম শেষ হতেই তাই এক বিবৃতি দিয়ে তাকে বরখাস্ত করে কাতালানরা। এমনকি বার্সা আনুষ্ঠানিকভাবে সেতিয়েনকে চাকরিচ্যুত করার কথা বলেওনি। স্প্যানিশ কোচ তাই বার্সার বিরুদ্ধে মামলাও করেছেন। তারপরও ক্যাম্প ন্যুতে ফেরার আশা করেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.