অন্যবারের মত এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ ডিসেম্বর বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, বছরের প্রথম দিন সারা দেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বই উৎসবে অংশ নেয়। এটি একটি বড় উৎসবে পরিণত হয়েছে।
“শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার কথা ভেবে এবার একই দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেব না। কারণ জনসমাবেশ কিছুতেই আমরা করতে পারি না।”
তার বদলে প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য তিন দিন করে সময় রাখার পরিকল্পনা জানিয়ে দীপু মনি বলেন, “ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১২ দিনে আমরা বই বিতরণ করব। একেকটি ক্লাসের শিক্ষার্থীরা তিন দিন (স্কুলে) আসবে।
“শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলে দেবে- ‘এত থেকে এত তারিখ পর্যন্ত তোমরা আসো’, সে রকম একটি ব্যবস্থা করে একই ক্লাসের শিক্ষার্থীরা তিন দিনে ভাগে ভাগে এসে বইগুলো নিয়ে যাবে।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.