You have reached your daily news limit

Please log in to continue


শেয়ারবাজারে সুবাতাস : ৩০ বছরে সর্বোচ্চ অর্জনে নিক্কেই

লোকমুখে প্রচলিত আছে, যুক্তরাষ্ট্রের জ্বর হলে কাঁথা গায়ে দেয় জাপান। অর্থাৎ এ দুই দেশের সম্পর্ক কতটা নিবিড়, মূলত সেটাই বোঝানো হয় এই কথা দিয়ে। ওয়াশিংটন-টোকিওর এমন ঘনিষ্ঠ সম্পর্কের প্রভাব দেখা যায় তাদের শেয়ারবাজারেও। যুক্তরাষ্ট্রের বাজারে মন্দা গেলে জাপানেও দেখা যায় নিম্নগতি। আবার মার্কিন শেয়ারবাজারে সুবাতাস বইলে রকেটগতিতে ছোটে জাপানিরা। মঙ্গলবার সেই ধারা অনুসরণ করে রীতিমতো ৩০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে নিক্কেই ২২৫। গত সোমবার যুক্তরাষ্ট্রের তিন প্রধান শেয়ারবাজারে লেনদেনের ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। এর মধ্যে শিল্পপ্রধান ডো জোনস সূচকে নতুন সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছে। বিশাল অংকের করোনা সহায়তা তহবিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে আশার সঞ্চার হয়েছে ব্যবসায়ীদের মনে। এর প্রভাব পড়েছে জাপানের শেয়ারবাজারেও। মঙ্গলবার টোকিও স্টক এক্সচেঞ্জের নিক্কেই ২২৫ সূচকের পয়েন্ট বেড়েছে ২ দশমিক ৬৬ শতাংশ। এদিন তাদের পয়েন্ট ৭১৪ দশমিক ১২ বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৬৮ দশমিক ১৫, যা ১৯৯০ সালের ১৫ আগস্টের পর থেকে সর্বোচ্চ। এর আগের দিন, অর্থাৎ সোমবার নিক্কেই সূচকের পয়েন্ট বেড়েছিল ১৯৭ দশমিক ৪২।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন