ফাহিমের দিকে বল ছোড়ায় জরিমানা জেমিনসনকে

সমকাল নিউজিল্যান্ড প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১৪:৫৮

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আইসিসির আচরণবিধি ভেঙে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা গুনেছেন কিউই পেসার জেমিনসন। আচরণবিধির প্রথম ধারার ২.৯ বিধি ভেঙেছেন তিনি। জরিমানার সঙ্গে নিউজিল্যান্ডের এই পেসারকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

মাউন্ট ম্যাঙ্গানুইয়ের বে ওভালে টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ে থাকা পাকিস্তান অলরাউন্ডার ফাহিম আশরাফের দিকে বল ছুড়ে মারায় এই শাস্তি পেয়েছেন তিনি। ফাহিম ক্রিজের মধ্যেই ছিলেন এবং রান নেওয়ার চেষ্টা করেননি। জেমিনসনের বল থ্রোকে তাই স্বাভাবিকভাবে নেয়নি আইসিসি।

তার বিরুদ্ধে আনা অভিযোগ অবশ্য মেনে নেওয়ায় কোন সুনানির দরকার পড়েনি। বে ওভাল টেস্টে পরিষ্কার জয় দেখছে নিউজিল্যান্ড। চতুর্থ দিন শেষে পাকিস্তান এখনও জয় হতে ৩০২ রান দূরে। তারা দ্বিতীয় ইনিংসে ৭৩ রান তুললেই হারিয়েছে তিন উইকেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও