জামিন পেলেন না সাবরিনা
করোনার ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগের মামলায় গ্রেফতার হওয়া জেকেজি হেলথ কেয়ারের ডা. সাবরিনা শারমিন হোসেনকে জামিন দেননি হাইকোর্ট। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম। এর আগে গত ২৮ ডিসেম্বর ডা. সাবরিনা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান।
বিচারিক আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষে মোট ৪৩ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যের জন্য আগামী ৬ জানুয়ারি দিন ধার্য রয়েছে।