আশ্রয়স্থল পাচ্ছে গোপালগঞ্জের ৭৮৭টি দরিদ্র পরিবার
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়স্থল পাচ্ছে গোপালগঞ্জের ৭৮৭টি দরিদ্র পরিবার। সরকার প্রধানের দেয়া প্রতিশ্রুতির অংশ হিসাবে গোপালগঞ্জে দরিদ্রদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্প এর আওতায় জেলার ৭৮৭টি পরিবারের জন্য সরকারি খাস জমি নির্বাচন করা হয়।
ইতোমধ্যে ৪৬৯টি ঘরের নির্মাণকাজ চলছে। নির্মাণকাজ পর্যবেক্ষণ করছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও স্ব স্ব উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে সভাপতি করে ছয় সদস্যের জেলা কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে উপজেলা কমিটি গঠিত হয়েছে।