মাতারবাড়ি চ্যানেল দিয়ে এল পণ্যবাহী প্রথম জাহাজ
মহেশখালীর মাতারবাড়ি চ্যানেল দিয়ে প্রথমবারের মত জাহাজ এল নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সামগ্রী নিয়ে।
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে এই চ্যানেল ব্যবহার করেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে।
বুধবার বেলা সোয়া ১০টার পর পানামার পতাকাবাহী ‘ভেনাস ট্রায়াম্ফ’ নামের জাহাজটি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত জেটিতে ভেড়ে বলে চট্টগ্রাম বন্দর কৃর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো. আতাউল হাকিম সিদ্দিকি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ৫ জানুয়ারি আরেকটি জাহাজ এই চ্যানেল ব্যবহার করে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ সামগ্রী নিয়ে আসবে।