পিঠ দাগহীন, মসৃণ ও উজ্জ্বল করতে ব্যবহার করুন প্যাক
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১২:২৪
শরীরের যে অংশগুলো বাইরে থাকে সেগুলোর একটু বেশি যত্ন করা হয়। যেমন মুখ, হাত- পা নিয়মিত যত্ন নেয়াই হয়। তবে ঢাকা থাকার কারণে পিঠের কথা আমরা বেমালুম ভুলে যাই। দীর্ঘদিনের অযত্ন আর অবহেলায় কালচে দাগ পড়ে যায়। ফলে একটু বড় গলার জামা পরার শখ মেটানো যায় না। দীর্ঘদিন ত্বকের কোনো অংশের যত্ন না নিলে সেখানকার লোমকূপগুলো বন্ধ হয়ে যায়।
লোমকূপ বন্ধ থাকার ফলে দেখা যায় ব্ল্যাক হেডস। পিঠের বেলায়ও একই। এছাড়াও পিঠে কালো দাগ পড়ার আশঙ্কাও থাকে। নিমিষেই পিঠ উজ্জ্বল ও দাগহীন করতে ব্যবহার করতে পারেন প্যাক। ফেসের মতোই পিঠে প্যাক লাগানো খুবই উপকারী।
- ট্যাগ:
- লাইফ
- দাগ দূর করার উপায়
- পিঠের ব্রণ