কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্রিটেনফেরত ৬ ভারতীয়ের শরীরে মিলল করোনার নতুন স্ট্রেন

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১২:৩০

শেষ রক্ষা হল না। ব্রিটেন ফেরত ৬ ভারতীয়ের শরীরে শেষ পর্যন্ত মিলল করোনা ভাইরাসের নতুন স্ট্রেন। যে খবরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে দেশে। এঁদের মধ্যে ৩ জন রয়েছেন মেডিক্যাল স্কুল অব বেঙ্গালুরুতে। ২ জন রয়েছেন সিসিএমবি হায়দরাবাদে ও ১ জন এনআইভি পুণেতে।

এই নতুন স্ট্রেন নিয়ে বিস্তর চাপে রয়েছে ব্রিটেন-সহ ইউরোপের একাধিক দেশ। সেখানে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে করোনা সংক্রমণ আটকাতে। ভারতও ব্রিটেন থেকে আগত সব বিমান পরিষেবা বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করছে।

কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। খবর মিলেছে, ছয় ব্রিটেন ফেরত ভারতীয়ের শরীরে করোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, এই করোনার ভ্যারিয়েন্টটির ক্ষমতা আগেরটির থেকে ৭০ শতাংশ বেশি ভযঙ্কর। যার ফলে এই নিয়ে আতঙ্ক আরও বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও