![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/rg-2012290547.jpg)
খেতে বসেই খুন হন মা, উল্লাসে নেচে ওঠে ছেলে-মেয়ে
গুলি করে মাকে খুন করার পর কিশোরী বোনের সঙ্গে উল্লাসে নাচলেন যুবক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্রিংভিলে। মাইক লোপেজ নামের ২৩ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে তার ১৪ বছরের কিশোরী বোনকেও।
দ্য সানর প্রতিবেদন অনুসারে, পুলিশের কাছে মাইকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তারই ১৭ বছরের আরেক বোন। ঘটনাস্থলে সেও উপস্থিত ছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিযোগ
- নাচের ভিডিও
- মাকে হত্যা