 
                    
                    উর্বশীর বাড়ি যেন মস্ত এক রাজপ্রাসাদ
                        
                            ডেইলি বাংলাদেশ
                        
                        
                        
                         প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১১:৩৮
                        
                    
                বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা পরিচিত তার স্টাইলের জন্য। সোশ্যাল মিডিয়ায় তিনি কিছু পোস্ট করলেই তা লাইক এবং শেয়ার হতে শুরু করে। সম্প্রতি উর্বশীর ইনস্টাগ্রাম পোস্টে একটি ভিডিও শেয়ার হয়েছে। যাতে নিজের রুম ট্যুর করিয়েছেন উর্বশী। 
অন্দরমহলের সঙ্গে মানানসই বাদামী গাউন পরে রুম ট্যুর করিয়েছেন তিনি। তার এই বাড়ি অবশ্য কোনো প্রাসাদের থেকে কম যায় না। ভক্তদের তার প্রতিটি ঘরের সঙ্গে আলাদা করে পরিচয় করিয়েছেন তিনি। ভিডিও শুরু হয়েছে প্রবেশদ্বার দিয়ে। তার অন্দরমহল সাজিয়েছেন জনপ্রিয় ইন্টিরিয়র ডিজাইনার ভার্সাসি। 
 
                    
                 
                    
                