বছর শেষে 'কোল্ড মুন'-এর সাক্ষী হতে চলেছে পৃথিবী! কখন দেখবেন? জানুন...

এইসময় (ভারত) আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১০:৪৪

বছর শেষ হতে আর কয়েকটি দিনই পড়ে আছে হাতে। এর মাঝেই এই বছরের আরও একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী। ইউরোপে বড়দিনের পরেই দেখা যায় ‘কোল্ড মুন’। এবারের ‘কোল্ড মুন’ চলতি বছরের ১৩-তম পূর্ণিমা। মঙ্গল ও বুধবার রাতে দেখা যাবে এই পূর্ণিমা। উত্তর আমেরিকায়

পূর্ণিমা দেখা যাবে ২৯ তারিখ রাতে। ভারতে দেখা যাবে পরের দিন। ‘কোল্ড মুন’ প্রত্যক্ষ করার সেরা সময় গোধূলি। সেই সময় পশ্চিমদিকে সূর্য অস্তে যাবে আর পূর্ব আকাশে চাঁদ উঠবে। চাঁদ ওঠার পর প্রায় ১৫ থেকে ২০ মিনিট পূর্ব আকাশে দেখা যাবে। আমেরিকায় এই পূর্ণিমাকে 'Long Nights Moon' বলা হয়। সাধারণত ক্রিসমাসের পরের দিন এটি হয়। ইউরোপে এই ঘটনাকে 'Moon After Yule' বলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও