![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/12/29/og/101731_bangladesh_pratidin_Cons.png)
দেয়াল ধসে নিউইয়র্কে বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত, আহত ১
নিউইয়র্ক সিটির ব্রুকলীনে কর্মরত অবস্থায় ২৮ ডিসেম্বর সোমবার দুপুরে দেয়াল ধসে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম জসীম মিয়া (৪৫)। নোয়াখালীর সোনাইমুড়ি থেকে কয়েক বছর আগে এসেছিলেন স্বপ্নের দেশে। আহত শ্রমিক আশরাফুল হাসান (৩৫)কে ব্রুকলীনের লুথারেন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উদ্ধারকারী পুলিশ অফিসার ও দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।