![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F06b05e05-7b1a-4c53-a12e-ffb12cd40a9b%252F_MG_7063.JPG%3Frect%3D0%252C0%252C3872%252C2033%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মৌয়ের নাচে মুগ্ধ সবাই
নাচ করে আবারও মিলনায়তনভর্তি দর্শককে মুগ্ধ করলেন মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। গত কয়েক বছরের ধারাবাহিকতায় আজও মৌয়ের নৃত্য পরিবেশনা দিয়ে শুরু হয় দশম আরটিভি স্টার অ্যাওয়ার্ড–২০২০ অনুষ্ঠানটি। সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য এ আসরে অভিনেতা মামুনুর রশীদকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
দশম আরটিভি স্টার অ্যাওয়ার্ড–২০২০ শুরু হয় সোমবার সন্ধ্যা ছয়টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। উদ্বোধনী বক্তব্যে আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান বলেন, ‘করোনার কারণে সবকিছু থমকে গেলেও আমরা থেমে থাকিনি। ঘরে থাকা মানুষদের সচেতন করা, আর সুস্থ বিনোদন দিয়ে আরটিভি সব সময় সবার পাশে থেকেছে। এই আয়োজনটিও আমরা আমাদের মনোনীত এবং নির্বাচিত শ্রেষ্ঠ শিল্পীদের সম্মানিত এবং উৎসাহিত করছি। এতে সবাই নতুন উৎসাহে সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহী হবেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, আরটিভির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির প্রমুখ।