খেলোয়াড় সাজিয়ে মানব পাচার
‘কিওকুসিংকান কারাতে’ বাংলাদেশে সেভাবে প্রচলিত নয়। এই কারাতের আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘গোমেল কাপ’ গত বছর অনুষ্ঠিত হয় পূর্ব ইউরোপের দেশ বেলারুশে। সেখানে যাওয়ার আমন্ত্রণপত্র জোগাড় করেছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহসভাপতি নাজমুল মোরশেদ।
ওই আমন্ত্রণপত্রের বিপরীতে খেলোয়াড় সাজিয়ে তিনি আটজন তরুণকে ইউরোপে পাচার করেন বলে অভিযোগ। প্রত্যেক তরুণের কাছ থেকে বেলারুশে যাওয়ার জন্য চার লাখ করে আর বেলারুশ থেকে পোল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত তিন লাখ টাকা করে নেওয়ার চুক্তি হয়।