সাঈদীর বিরুদ্ধে জাকাতের অর্থ আত্মসাতের মামলার শুনানি ফের পিছিয়েছে

প্রথম আলো ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালত প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ১৫:৩৩

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জনের বিরুদ্ধে জাকাতের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। আগামী ৭ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ঠিক করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১–এর বিচারক সৈয়দা হোসনে আরা এই আদেশ দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, আসামিপক্ষ থেকে এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতের কাছে সময় চেয়ে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে আসামিপক্ষের আবেদনের বিরোধিতা করে বক্তব্য উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ঠিক করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও