![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F05f78430-9888-4a22-84c6-7c4cbaba8d32%252FNaogaon_DH0619_20201228_Naogaon_dhan_pic_2.jpg%3Frect%3D0%252C96%252C960%252C504%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
এক দিনে ধানের দাম কমল ১০০ টাকা
এক দিনের ব্যবধানে নওগাঁর বাজারে প্রতি মণ ধানের কমেছে ১০০ টাকা। চাল আমদানির শুল্ক কমিয়ে দেওয়ার খবরে স্থানীয় বাজার থেকে মিলমালিকেরা (চালকলের মালিক) ধান কেনা কমিয়ে দেওয়ায় এমন ভোগান্তিতে পড়তে হয়েছে কৃষকদের।
তবে নওগাঁর বিভিন্ন চালের মোকামে খোঁজ নিয়ে জানা গেছে, ধানের দাম কমলেও চাল আগের দামেই বিক্রি হচ্ছে। স্থানীয় খুচরা বাজারেও আগের দামেই চাল বিক্রি হচ্ছে। তবে আমদানি করা চাল দেশের বাজারে ঢুকলে চালের দাম কমতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- দাম কমলো
- ধানের দাম