কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এবার ভাসানচরের উদ্দেশে ১৩টি বাসে রোহিঙ্গাদের যাত্রা

প্রথম আলো ভাসান চর প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ১২:৫৩

কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে দ্বিতীয় দফায় নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাচ্ছে রোহিঙ্গারা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে যাত্রা শুরু করে ১৩টি বাস।

এর আগে প্রথম দফায় ৩ ডিসেম্বর কক্সবাজারের উখিয়া কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ১১টি বাস ভাসানচরে যায়।

আজ সকালে ডিগ্রি কলেজ মাঠে দেখা যায়, বিশাল আকারের প্যান্ডেল, অর্ধশতাধিক বড় গাড়ি দাঁড় করানো আছে। সেখানে পুলিশ ও র‌্যাবের বেশ কিছু গাড়ি দাঁড় করানো। ছোট ছোট বাসে করে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের মাঠে আনা হয়। পরে রোহিঙ্গাদের খাবার দিয়ে গাড়িতে ওঠানো হয়। এ সময় পুলিশ ও মেডিকেল টিমের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও