কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উহানে করোনা নিয়ে রিপোর্ট করা সাংবাদিকের বিচার শুরু

প্রথম আলো উহান প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ১১:৪৭

চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর এ নিয়ে প্রতিবেদনকারী সাংবাদিক ঝ্যাং ঝানের (৩৭) বিচার আজ সোমবার শুরু হয়েছে। ওই প্রতিবেদন প্রকাশের জের ধরে গত মে মাসে গ্রেপ্তার করা হয় তাঁকে। তখন থেকে কারাগারে আছেন তিনি। খবর এএফপির।

ঝ্যাংয়ের বিরুদ্ধে দায়ের করা সংশ্লিষ্ট মামলার বিচার সাংহাইয়ের একটি আদালতে সকালে শুরু হয়। এ সময় আদালতের বাইরে তাঁর ১২ জনের মতো সমর্থক সমবেত হন। কিন্তু বিচারকাজ দেখতে আসা সাংবাদিক ও পর্যবেক্ষকদের আদালতে ঢুকতে দেয়নি পুলিশ।

কোভিড-১৯–এর উৎস নিয়ে তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি প্রতিনিধিদল উহানে যাওয়ার কয়েক সপ্তাহ আগে এই বিচার শুরু হলো। সরকারি কৌঁসুলিরা ঝ্যাংকে চার থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার সুপারিশ করেছেন। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও