কুড়িয়ে পাওয়া প্রায় দেড় লাখ টাকা ফেরত দিলেন কৃষক
রাস্তায় ১ লাখ ৪৩ হাজার টাকাভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পান নাটোরের সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া গ্রামের কৃষক মন্টু হোসেন। মালিকের সন্ধান পাওয়ায় গতকাল রোববার রাতে তিনি ওই টাকা তাঁর হাতে তুলে দিয়েছেন। একজন সাধারণ কৃষকের এই সততায় মুগ্ধ এলাকার মানুষ।
সিংড়ার ডাহিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এম আবুল কালাম বলেন, তাঁর ইউনিয়নের বিয়াশ গ্রামের বাসিন্দা শামিম মৃধা গতকাল দুপুরে ১ লাখ ৪৩ হাজার টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে অটোরিকশায় করে বাড়ি থেকে সিংড়া সদরে যাচ্ছিলেন।
খেয়াল না করায় পথে তাঁর টাকাভর্তি ব্যাগটি অটোরিকশা থেকে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর টাকার ব্যাগ না পেয়ে তিনি সিংড়া ট্রাক-লরি সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহর কাছে সহযোগিতা চান। তিনি পরিবহনশ্রমিকদের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করলে সিংড়ার বালুয়া বাসুয়া গ্রামের কৃষক মন্টু হোসেন ব্যাগটি পেয়েছেন বলে জানান। রাতে টাকাভর্তি ব্যাগ নিয়ে তিনি চেয়ারম্যানের কাছে যান।
হারোনা টাকা ফিরে পেয়ে স্বভাবতই খুশি শামিম মৃধা। তিনি মন্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কৃষক
- সততা
- কুড়িয়ে পাওয়া টাকা