You have reached your daily news limit

Please log in to continue


শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করুন: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা–কর্মচারীদের উদ্দেশে বলেছেন, কারও সন্তুষ্টির কথা তাঁদের ভাবতে হবে না। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন তাঁরা কাজ করেন। কারণ প্রকৃত ঈমানদার তাঁরাই, যাঁরা নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন। আজ রোববার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি, যৌতুক, বাল্যবিবাহসহ সামাজিক সমস্যা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের প্রতি অত্যন্ত আস্থা ও বিশ্বাস রাখেন। ইসলামিক ফাউন্ডেশন একটি ধর্মীয় প্রতিষ্ঠান। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে হবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন