![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2017/01/02/6e7d531482e365e04b3a6f571625c9bf-586a2a88df20b.jpg?jadewits_media_id=165911)
ওমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফ্লাইট শুরু ২৯ ডিসেম্বরে
আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ওমান। ২৯ ডিসেম্বর থেকে ফের দেশটিতে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ফের ওমান ফ্লাইট শুরু করবে ২৯ ডিসেম্বর।বিমান জানিয়েছে, ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলাচল করবে।
বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।