দিল্লির আকাশে রাত-দিন সমান!
আবারও তীব্র দূষণের কবলে দিল্লি শহর। আবহাওয়া বিভাগ জানিয়েছে, শহরের বায়ুমান ক্রমশ খারাপ থেকে বেশি খারাপ হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাত্রাতিরিক্ত বায়ুদূষণ এবং ধূলার কারণে শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন তারা। সূর্যের দেখা নেই, ধোঁয়াশায়াছন্ন দিল্লির আকাশ। মাত্রাতিরিক্ত দূষণ আর কুয়াশার কারণে শহরটিতে রাত আর দিনের পার্থক্য করা কঠিন।
দিনের বেলায়ও লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আবহাওয়ার এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন দিল্লির বাসিন্দারা। দূষণের কারণে অনেকেই রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানান তারা। স্থানীয় একজন বলেন, ‘আবহাওয়া এতটাই খারপ যে, হাঁটাও কঠিন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ঘন ধোঁয়াশা
- বায়ুদূষণ