‘ডোপটেস্ট’ কে ঘর পরিচ্ছন্ন অভিযান উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বাহিনীর সবার জন্য এটি প্রযোজ্য এবং অব্যাহত থাকবে। পুলিশে মাদকসেবীর কোনো স্থান নেই। বিষয়টি সবার কাছে পরিষ্কার করতে চাই।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে রাজশাহী নগর পুলিশের ‘অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার, কিশোর গ্যাং ডাটাবেজ এবং হ্যালো আরএমপি অ্যাপ’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মেজর সিনহা হত্যার তদন্ত প্রতিবেদনে তৎকালীন কক্সবাজারের এবং বর্তমানে রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার যে সুপারিশ সে সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। তবে এটি আদালতের বিষয় উল্লেখ করে কোনো মন্তব্য করতে রাজি হননি আইজিপি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.