আবদুল কাদেরের দুই জীবনই সফল

প্রথম আলো প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ১৫:৩০

কোথাও কেউ নেই নাটকে ‘বদি’ চরিত্রের অভিনেতা ছিলেন আবদুল কাদের। প্রতিপক্ষের হাতে তিনি মার না খেলে বাঙালির জানাই হতো না যে ‘মাইরের মধ্যে ভাইটামিন আছে।’ ‘ভাইটামিন’ থাকুক বা না থাকুক, তাঁর অভিনয় ছিল বিশ্বাসযোগ্য। সেই থেকেই তিনি বাংলা নাটকের দর্শকদের ভালোবাসার পাত্র। দুঃখের মধ্যেও টেলিভিশনে তাঁর মুখ বাঙালিকে আনন্দ দিত।

প্রয়াত আবদুল কাদেরের দুটি জীবন, দুটিই সফল। বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করে প্রধান নির্বাহীর পদে বসেছিলেন তিনি। অন্যদিকে মঞ্চ, বেতার, টেলিভিশন, সিনেমায় অভিনয় করে জায়গা করে নিয়েছিলেন দর্শকের হৃদয়ে। যদিও তিনি কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে। আর অভিনয় শুরু করেছিলেন স্কুলজীবন থেকে। স্কুলে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের অমল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও