হোঁচট খেল ম্যানইউ
পয়েন্ট খোয়াল ম্যানচেস্টার ইউনাইটেড। লেস্টার সিটির মাঠে স্বাগতিকদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রেড ডেভিলরা। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ২ ম্যাচে জিতে অনেকটা ফুরফুরে মেজাজে থেকেই লেস্টার সিটির মাঠে আতিথ্য নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে জয় তুলে নিতেই এদিন মাঠে নামে রেড ডেভিলরা। তাই লেস্টারের মাঠে শুরু থেকেই আক্রমণে ধার সোলশায়ার বাহিনীর।
ম্যাচের শুরু থেকে বেশকিছু সুযোগ তৈরি করে ম্যানচেস্টার। ফল আসে ম্যাচের ২৩ মিনিটে। ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে অতিথিদের হয়ে লিড আনেন রাশফোর্ড।