করোনার নতুন প্রজাতি চিহ্নিত করে সংক্রমণ ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে সরকার
করোনার নতুন প্রজাতি নিয়ে দেশে ক্রমশ উদ্বেগ বাড়ছে। ব্রিটেন থেকে বহু যাত্রী ফেরার পর উদ্বেগটা এক ধাক্কায় আরও বাড়েছে। নতুন এই প্রজাতিকে কী ভাবে চিহ্নিত করা হবে এবং তা থেকে সংক্রমণ ঠেকাতে কী কী পদক্ষেপ করা হবে তা নিয়ে শনিবারই বৈঠকে বসে কোভিড-এর জন্য গঠিত ন্যাশনাল টাস্ক ফোর্স।
এই নতুন প্রজাতিকে চিহ্নিত করতে ‘জিনোমিক সার্ভেইল্যান্স’ এর উপর জোর দিচ্ছে টাস্ক ফোর্স। ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (এনসিডিসি)-এর তত্ত্বাবধানে একটি দল গঠন করা হয়েছে। এক বিবৃতিতে সরকারের তরফে জানানো হয়েছে, অন্যান্য আরএনএ ভাইরাসের মতোই সার্স কোভ-২ এর অনবরত মিউটেশন হচ্ছে। এই ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, হাত ধোয়ার মতো কোভিড বিধিগুলোকে যথাযথ ভাবে মেনে চলতেই হবে।