স্নায়ুযুদ্ধের ‘কুখ্যাত ডাবল এজেন্ট’ জর্জ ব্লেক মারা গেছেন
স্নায়ুযুদ্ধের সময়কার অন্যতম কুখ্যাত গুপ্তচর জর্জ ব্লেক মস্কোতে মারা গেছেন বলে রাশিয়ার গণমাধ্যমে খবর বেরিয়েছে। তাঁর বয়স হয়েছিল ৯৮। জর্জ ব্লেক ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সে কাজ করলেও ছিলেন মূলত ‘ডাবল এজেন্ট’। নয় বছর ধরে তিনি গোপনে রাশিয়ার কাছে তথ্য পাচার করেছিলেন। সংবাদমাধ্য বিবিসি এ খবর জানিয়েছে।
জর্জ ব্লেককে ১৯৬০ সালে লন্ডনে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। কিন্তু তিনি ১৯৬৬ সালে কারাগার থেকে পালিয়ে রাশিয়ায় চলে যেতে সক্ষম হন।