জিতিনের দাবি
কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘাতে বাংলার কৃষকেরা কেন প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হবেন, সেই প্রশ্নে এ বার সরব হলেন বাংলায় কংগ্রেসের পর্যবেক্ষক জিতিন প্রসাদ। ‘প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি’ প্রকল্পের টাকা তাদের হাতে দেওয়ার জন্য দাবি তুলেছে রাজ্য সরকার। কেন্দ্র সরাসরি কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে চায়। এই নিয়ে চলতি সংঘাতের মাঝেই শনিবার জিতিন বলেছেন, ‘‘প্রকল্পের টাকা তো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুদান নয়। রাজ্যেরও পৃথক বিমা থাকতেই পারে। কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের ১২ হাজার বা ১৪ হাজার, যা-ই টাকা হোক, তা থেকে বাংলার কৃষকেরা কেন বঞ্চিত হবেন?’’ কেন্দ্র ও রাজ্যের লড়াইয়ে বহু অংশের মানুষই প্রাপ্য সুযোগ পাচ্ছেন না বলে এআইসিসি নেতার অভিযোগ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দাবী
- কৃষক আন্দোলন