অবাক হওয়ার কী আছে? যে নিজের বর দেখতে সবার আগে দৌড়োয়, বরযাত্রীর সঙ্গে নেচেকুঁদে বরকে বিয়ের মণ্ডপ পর্যন্ত অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসে, বৌভাতের সন্ধেয় মনখারাপ কমাতে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে ট্যুইস্ট নাচে, সে এ রকমটা করতেই পারে। বরং গুনগুনকেই এসব মানায়।
‘মোহর’-এ মোহর-শঙ্খের ফুলশয্যা দেখার পর তৃপ্ত দর্শকেরা সৌজন্য-গুনগুনের ফুলশয্যা দেখার জন্য মুখিয়েই ছিলেন। পর্বের ট্যাগলাইনেও ছিল সে রকম কিছু ঘটার ইঙ্গিত, ‘কী জানি কী হয়...?’ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়ো বলছে, ‘খড়কুটো’ ধারাবাহিকের ট্যাগলাইন এবং চিত্রনাট্যের মধ্যে অদ্ভুত সামঞ্জস্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.