এক বছরে ২২ বন্যহাতির মৃত্যু, অধিকাংশই হত্যা
বন্যহাতি হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের প্রাণী সংরক্ষণকর্মী, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিপন্ন এশিয়ান হাতি রক্ষায় শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে 'প্রাণ-প্রকৃতি সুরক্ষায় সম্মিলিত আন্দোলন' নামে একটি সংগঠন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত এক বছরে দেশে ২২টি বন্যহাতি মারা গেছে। এর মধ্যে চলতি মাসে মারা গেছে চারটি হাতি। বেশিরভাগ হাতিই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।