![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F12%2F26%2F26-12-2020-17-11-36-pic-1.jpg%3Fitok%3DNgFOf56Q)
কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক দম্পতি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালামপুর খাজারটেক বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-রাজশাহী রেলরুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
নিহতরা হলেন ঢাকা জেলার ধামরাই থানার কাকরার এলাকার এনামুল (৩৫) ও তাঁর স্ত্রী আফরোজা (৩০)। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান,
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্বামী-স্ত্রী
- ট্রেনে কাটা পড়ে