হাড় কাঁপুনি শীতে কম্বল দেখে বৃদ্ধার চোখে অন্য আলো
মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় পথের ধারেই শুয়ে আছেন নাম না জানা পঞ্চাশোর্ধ এক নারী। সামান্য কাপড়ে হাড় কাঁপুনি শীতে যেন জুবুথুবু অবস্থা তার। গাড়ির শব্দে কিছুটা নড়ে চড়ে উঠলেও আবারো নীরবে তিনি। ঠিক ওই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যেতেই ওই বৃদ্ধার চোখে ফুটে উঠল অন্য রকম এক আলো।
কম্বল গায়ে জড়িয়ে দিতেই আবেগে আপ্লত হলেন তিনি। প্রতিক্রিয়া বলেন আল্লাহ তোমাকে ভালো করুক। শুক্রবার রাতে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে এভাবেই শীত বস্ত্র কম্বল বিতরণ করেন ডিসি ড. মুহাম্মদ মুনসুর আলম খান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বৃদ্ধা
- শীতকাল
- শীতের কাপড়