যুক্তরাষ্ট্রে ক্যামেরায় ধরা পড়ল 'উড়ন্ত মানব'
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের অচেনা ‘উড়ন্ত মানব’ অবশেষে ভিডিওতে ধরা পড়েছে। তিনি একটি জেটপ্যাক নিয়ে কাতালিনা দ্বীপের নিকটে পালোস ভার্ডেসের ৩ হাজার ফুট উপর দিয়ে উড়ছিলেন। এর আগে এই রহস্যময় উড়ন্ত মানবকে অন্তত  দু'বার দেখা গিয়েছিল। তবে এই প্রথম তাকে ক্যামেরায় ধারণ করা গেছে।
 একটি স্থানীয় বিমান চালনা স্কুল ‘স্লিং পাইলট একাডেমির’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। স্কুলটির পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিওটি তাদের একজন ফ্লাইট প্রশিক্ষক সোমবার ধারণ করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে একা একজন মানুষ ক্যালিফোর্নিয়ার উপকূলে পানির উপরে আকাশে উড়ে বেড়াচ্ছে। 
- ট্যাগ:
 - জটিল
 - ক্যামেরা
 - ভিডিও প্রকাশ
 - উড়ন্ত প্রানী