ট্রাকের নিচে চাপা পড়ে হেলপারের মৃত্যু
নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (১৭) নামের ট্রাকের এক হেলপার মারা গেছেন। শনিবার (২৬ ডিসেম্বর) ভোরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে পূর্বধলা উপজেলার জাওয়ানী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন টাঙ্গাইল জেলা সদরের কাকুয়াচর পওলী গ্রামের হাসেম প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৪টার দিকে জারিয়া থেকে বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৪৪২২) শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে জাওয়ানী নামক স্থানে সড়কে দাঁড়ানো অপর একটি বালুবোঝাই দাঁড়ানো ট্রাককে (ঢাকা মেট্রো-ট ২০-৪২১৪) পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়ে ওই ট্রাকের হেলপার বিল্লাল হোসেন মারা যান।