![](https://media.priyo.com/img/500x/https://www.thedailystar.net/bangla/sites/default/files/styles/very_big_1/public/feature/images/abdul_kader_friends.jpg?itok=4G7QrPGH)
আবদুল কাদেরকে নিয়ে সহশিল্পীরা
ডেইলি স্টার
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ১৬:১৩
মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের আজ শনিবার সকালে ক্যান্সারের কাছে হার মেনে চিরবিদায় নিয়েছেন। ঢাকার মঞ্চে অসাধারণ কিছু নাটকে তিনি দীর্ঘদিন অভিনয় করেছেন। অসংখ্য টেলিভিশন নাটকে তার ছিল সরব উপস্থিতি। অন্যদিকে চলচ্চিত্র ও মডেলিংও করেছেন।
বিদায়ের দিনে আবদুল কাদেরকে নিয়ে দ্য ডেইলি স্টারের কাছে স্মৃতিচারণ করেছেন তার সহশিল্পী ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, দিলারা জামান ও ড. ইনামুল হক।