ফরিদপুরে লুটের জিনিসপত্রসহ দশজন গ্রেপ্তার
ফরিদপুরে লুটের জিনিসপত্রসহ ডাকাতি মামলার দশ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা ভাঙ্গা থানায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, ভাঙ্গা উপজেলার হামিরদি গ্রাম থেকে গ্রেপ্তার করা এ ব্যক্তিদের কাছ থেকে ‘ডাকাতির মালামাল’ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা ভাঙ্গা থানার ছোট হামিরদী এবং বড় হামিরদী গ্রামের দুইটি ডাকাতি মামলার আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাক্ষ্মণকান্দা গ্রামের হাবিব মুন্সি (৪৫), বাররা গ্রামের সুজন সরদার, মুসা বেপারী (৪৫), সালথার বলিভদ্রদি গ্রামের ওবায়দুর মাতুব্বর (২৬), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধানজাইল গ্রামের ইসলাম মোল্যা (৫২), পদ্মবিলা গ্রামের বেলায়েত শেখ (৪৫), গোপালগঞ্জ জেলা সদরের মাটলা গ্রামের ফরিদ খাঁ (৪৭), মুকসুদপুর উপজেলার চরবাহারা গ্রামের শহিদুল শেখ (৩৩), ফেনীর দাগনভুঁইয়া উপজেলার মেহেদিপুর গ্রামের বদিউল আলম (৫০) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার কেমতলী গ্রামের পলাশ কর (২৮)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ডাকাতি মামলা
- লুটপাট
- আসামি আটক