You have reached your daily news limit

Please log in to continue


বিয়েতে ‘জোর করে’ ধর্মান্তরণ হলে ১০ বছরের জেল চায় মধ্যপ্রদেশও

বিয়ের নামে জোর করে ধর্মান্তরণের বিরুদ্ধে আইন আনায় এ বার অনুমোদন দিল মধ্যপ্রদেশের মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের নেতৃত্বে শনিবার রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে। সেখানে মধ্যপ্রদেশ ধর্ম স্বতন্ত্র (ফ্রিডম অব রিলিজিয়ন) বিল ২০২০ পেশ হলে, ধ্বনিভোটে সেটি পাশ হয়ে যায়। চলতি মাসের শেষেই রাজ্য বিধানসভায় বিলটি তোলা হবে। সেখানেও যদি সেটি পাশ হয়ে যায়, সে ক্ষেত্রে রাজ্যপাল আনন্দীবেন পটেলের বিলটিতে সই করার ঔপচারিকতাই বাকি থাকে। তা হলেই সেটি আইনে পরিণত হবে। প্রসঙ্গত মধ্যপ্রদেশ বিধানসভায় মোট ২৩০ আসনের ১৩০টিই বিজেপি-র দখলে। ওই বিলটি আইনে পরিণত হলে, নাবালিকা অথবা নিম্নবর্গের মহিলাদের জোর করে ধর্মান্তরণের অভিযোগ যদি প্রমাণ হয়, সে ক্ষেত্রে দোষীদের ২ থেকে ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। জরিমানা হতে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত। বিলটি পাশ হয়ে যাওয়ার পর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘‘নতুন ধর্ম স্বতন্ত্র বিল ২০২০-র আওতায় নাবালিকা, কোনও মহিলা অথবা তফসিলি জাতি ও উপজাতির কাউকে জোর করে ধর্মান্তরণে বাধ্য করা হলে ২ থেকে ১০ বছর পর্যন্ত সাজা হবে। জরিমানা দিতে হবে কমপক্ষে ৫০ হাজার টাকা।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন