কাতার এয়ারওয়েজকে ৫ লাখ টাকা জরিমানা
করোনাভাইরাস পজিটিভ যাত্রী পরিবহনের দায়ে কাতার এয়ারওয়েজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দায়িত্বহীন আচরণের জন্য এক যাত্রীকে জরিমানাও করা হয়।
শুক্রবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজ এর ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কাতার এয়ারলাইন্সের কিউআর-৪১৯ ফ্লাইট পৌঁছালে নিয়মিত কার্য়ক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য কর্মকর্তারা যাত্রীদের সনদ পরীক্ষা করেন। এ সময় একজন করোনা পজিটিভ যাত্রী পাওয়া গেলে তাকে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।