সকালের পাঁচ অভ্যাসেই গলবে পেটের চর্বি
ওজন কমাতে সবাই কত কিছুই না করে থাকে। কেউবা না খেয়ে ওজন কমানোর চেষ্টা চালান আবার কেউ শরীরচর্চা করে। তবে ওজন নিয়ন্ত্রণে রাখতে খাদ্যাভাস ও শরীরচর্চার দুই বিষয়ের প্রতিই লক্ষ্য রাখতে হবে।
বিশেষত পেটের মেদ কমানোর ব্যাপারে ঝক্কি পোহাতে হয় কম বেশি সবাইকেই। তবে জানেন কি? সকালের কিছু ভালো অভ্যাস নিয়মিত চর্চা করার মাধ্যমে এই কাজ অনেকটাই সহজ হয়ে যায়। জেনে নিন পাঁচটি সহজ অভ্যাস যেগুলো সকালে মানলেই দ্রুত পেটের চর্বি কমবে-
> ওজন কমাতে পানি পান আবশ্যক। ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করলে তা সারা রাত ঘুমের পরে শরীরের আর্দ্রতা বজায় রাখে ও বিপাক বাড়াতে সহায়াত করে। এটা ক্ষুধা নিয়ন্ত্রণ করে ও বাড়তি ক্যালরি গ্রহণের ঝুঁকি কমায়।
> সকালে নাস্তার আগে অল্প ব্যায়াম করার অভ্যাস করুন। বিশেষ করে খালি হাতের ব্যায়াম যা দেহের মধ্যবর্তী অঞ্চলে চাপ ফেলে। যেমন- উঠবশ, ‘পুশ-আপ’, ‘অ্যাবডোমিনাল ক্রাঞ্চেস’ ইত্যাদি। এসব ব্যায়াম পেটে জমে থাকা চর্বি দ্রুত ঝরায়। পাশাপাশি ‘কার্ডিও’ শরীরচর্চাও করতে পারেন যা আপনাকে সার্বিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে।