![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F06%252F18%252F0f20a57d4a19906b26124100c5324162-5eeb03616db65.jpg%3Frect%3D0%252C0%252C900%252C473%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
যুক্তরাজ্যের করোনাভাইরাসের ধরন মিলল জাপান ও ফ্রান্সে
করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় দফা সংক্রমণের ঢেউ চলাকালে যুক্তরাজ্যে ভাইরাসটির যে নতুন ধরন (স্ট্রেইন) দ্রুত ছড়িয়ে পড়ছে, সেটি পাওয়া গেছে জাপান ও ফ্রান্সেও। জাপানে সংক্রমণের পাঁচটি ঘটনায় ও ফ্রান্সে একটি ঘটনায় এ ভাইরাসের নতুন ধরনের উপস্থিতি পাওয়া যায়। খবর এএফপির।
এদিকে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়তে থাকার প্রেক্ষাপটে দেশটি থেকে আসা ব্যক্তিদের নিয়ে কঠোর কোয়ারেন্টিন–ব্যবস্থা কার্যকর করা দেশগুলোর তালিকায় সর্বশেষ যুক্ত হলো রাশিয়া। ইতিমধ্যে অনেক দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে।
চলতি বছর করোনায় যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত বিভিন্ন দেশে সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা গেলেও জাপানে তা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু বিশ্বজুড়ে দ্বিতীয় দফা ঢেউ শুরুর পর জাপানেও দ্রুতগতিতে সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে। প্রথমবারের মতো চলতি মাসে দেশটিতে দৈনিক সংক্রমণ তিন হাজার পর্যন্ত ছাড়িয়ে গেছে।