মহামারিতেও মঞ্চ পেল নতুন নাটক
প্রথম আলো
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ০৯:৩০
গল্পে শোনা মহামারি দরজায় কড়া নাড়ছে। ভীতসন্ত্রস্ত মানুষ ঘরবন্দী। সব দুয়ার বন্ধ, এ রকম সময়ে দুঃসাহস করে দুয়ার খুলেছিলেন মঞ্চনাটকের মানুষেরা। সংস্কৃতি অঙ্গন থেকে তাঁরাই বলেছিলেন, ঘরবন্দী হয়ে থাকা আর নয়। আবার শুরু হয় নাটক মঞ্চায়ন।
মহামারির কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সবখানে নাট্য প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়। টানা ৬ মাস পর গত ২৮ আগস্ট সন্ধ্যায় খুলে দেওয়া হয় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন। বাংলাদেশের মঞ্চনাটকের আঁতুড়ঘর দুর্দিনে ঠাঁই দেয় নাটকের মানুষ ও দর্শকদের। সেখানে মঞ্চস্থ হয় শূন্যন রেপার্টরি থিয়েটারের নাটক ‘লালজমিন’। এখানে একক অভিনয় করেন মোমেনা চৌধুরী। অনেক রেকর্ডের সঙ্গে নাটকটির ললাটে যোগ হয় আরেক রেকর্ড, মহামারির মধ্যে রাজধানীতে মঞ্চস্থ হওয়া প্রথম মঞ্চনাটক—‘লালজমিন’।